টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে তাঁর প্রমাণ কোথায়? প্রশ্ন তুললেন বিশিষ্ট আইনজীবি অরুণাভ ঘোষ। প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার কোনও প্রমাণই নেই। সম্প্রতি এমনই দাবি করলেন আইনজীবী অরুণাভ ঘোষ।
একটি টিভি চ্যানেলের সাক্ষাত্কারে বসে অরুণাভবাবু বলেন, 'প্রথমত দুর্নীতি হয়েছে কি না হয়েছে কোথা থেকে জানব?
দুর্নীতির জন্য কোন সাক্ষই জমা পড়েনি। যেটুকু পড়েছে সেটাও তো প্রমাণ হয়নি। যাদের চাকরি গেছে তাদের কোনও প্রমাণ ছাড়াই চাকরি গেছে। পরেশ অধিকারির মেয়ে অঙ্কিতার চাকরি যাওয়াটাও অন্যায় হয়েছে। নিয়োগ দুর্নীতি যে সেটাও প্রমাণ করতে হবে।'
এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি এবং আন্দোলন নিয়ে অরুণাভ ঘোষ বলেছিলেন, 'আমরা যারা বিরোধী রাজনীতি করি তাঁরাও তো চাকরি প্রার্থীদের কোনও না কোনওভাবে নিজেদের কাজে লাগাচ্ছি। ধরনা মঞ্চে গিয়ে বক্তৃতা দিচ্ছি। ২ দিনের মধ্যে যদি মমতা পদত্যাগ করেন আমি ২৭ হাজার চাকরি দিয়ে দেব, একজন বড় আইনজীবী এ কথা বলছেন। নাম বলছিনা। এটা কী মিথ্যা কথা নয়?
পাশাপাশি, তিনি বলেছিলেন, 'আমি একটা আন্দোলনকারী মেয়েকে বললাম মেরিট লিস্টে তোমার নাম আছে এটা কী করে জানলে? সে বলতে পারছে না। কঠোর বাস্তবতাটা আমরা কখনও মানুষের কাছে তুলে ধরিনা। লিস্ট বার করে বড় বড় আইনজীবী-নেতারা মামলা করছেন না কেন? কারণ কোনও রেকর্ডই নেই।'
No comments:
Post a Comment