সমস্ত ভারতের খবর all India news

Monday, 5 September 2022

মহারাষ্ট্রের পালঘর হাইওয়েতে রবিবার এক মর্মান্তির দুর্ঘটনায় অকালে প্রয়াত হয়েছেন সাইরাস মিস্ত্রি।


 টাটা গ্রুপে যোগ দেওয়ার পরই সাইরাস মিস্ত্রির বিষয়ে জানতে পারেন দেশের মানুষ। যার পদবীতে টাটা নেই। কিন্তু তা সত্ত্বেও টাটা গ্রুপের চেয়ারম্যানের পদে বসেন তিনি। মহারাষ্ট্রের পালঘর হাইওয়েতে আজ, রবিবার এক মর্মান্তির দুর্ঘটনায় অকালে প্রয়াত হয়েছেন সাইরাস ।

২০১২ থেকে ২০১৬ পর্যন্ত টাটার চেয়ারম্যান ছিলেন সাইরাস। টাটা গোষ্টীর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বার বার সমালোচিত হয়েছেন। যা শেষ পর্যন্ত ভোটাভুটি, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

সাইরাস মিস্ত্রি কে ছিলেন, কী ভাবে তাঁর উত্থান, কেন টাটার সর্বোচ্চ চেয়ারে বসানো হয়েছিল তাঁকে?‌

সাইরাস টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান। পুরো নাম সাইরাস পালোনজি মিস্ত্রি । আসলে একজন ভারতীয় বংশোদ্ভূত আইরিশ শিল্পপতি। ১৯৬৮ সালের ৪ জুলাই ভারতীয় ধনকুবের এবং নির্মাণ ব্যবসায়ী পালোনজি মিস্ত্রির ছোট ছেলে সাইরাসের জন্ম মহারাষ্ট্রের ধনকুবের পার্সি পরিবারে। তাঁর মায়ের জন্ম আয়ারল্যান্ডে। তাঁর দাদা শাপুর মিস্ত্রি একজন আইরিশ নাগরিক। সাইরাস মিস্ত্রির দুই বোন লায়লা ও আলু। আলু রতন টাটার সত্‍ ভাই নোয়েল টাটার স্ত্রী।

সাইরাসের পড়াশোনা মুম্বই ও লন্ডনে। প্রথমে মুম্বইয়ের ক্যাথেড্রাল এবং জন কনন স্কুলে পড়াশোনা করেছেন সাইরাস। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে পড়াশোনা করেন। ১৯৯০ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন। পরে লন্ডন বিজনেস স্কুলে পড়াশোনা। ১৯৯৬ সালে তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ইন্টারন্যাশনাল একজিকিউটিভ মাস্টার্স ডিগ্রি পান।

১৯৯১ সালে সাইরাস মিস্ত্রি পারিবারিক নির্মাণ সংস্থা শাপুরজি পালোনজি অ্যান্ড কোং লিমিটেডের পরিচালক হিসেবে যোগ দেন। ২০০৬-এর ১ সেপ্টেম্বর তিনি টাটা সন্সের বোর্ডে যোগ দেন। ২০১৩ সালে তাঁকে টাটা সন্সের চেয়ারম্যান করা হয়। এছাড়াও তিনি টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা স্টিল, টাটা পাওয়ার, টাটা টেলিসার্ভিসেস, টাটা কেমিকেলস-সহ টাটার বিভিন্ন ছোট-বড় কোম্পানির চেয়ারম্যান পদেও ছিলেন।

তবে সাইরাসের পরিবার ৩০-এর দশকেই টাটা সন্সে অংশীদারিত্ব পেয়েছিল। বর্তমানে টাটা সন্সে (Tata) সাইরাস ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পরিবারের অংশীদারিত্ব ১৮.৪ শতাংশ। ২০১৮ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলারের মতো।

দুপুর ৩ টে ১৫ থেকে ৩ টে ৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মুম্বই থেকে মাত্র ১৩৫ কিলোমিটার দূরে পালঘরের চারোটি এলাকার ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয় তাঁর ধূসর রঙের মার্সিডিস। সেখানেই মৃত্যু হয় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যানের। মারা গিয়েছেন গাড়ির চালকও। বাকি আরও দু'জন আহত হয়েছেন। গুজরাটের হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গিয়েছে, রাস্তায় দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে তাঁর মার্সিডিস। আর ৫৪ বছর বয়সেই জীবন থেমে গেল গাড়ির মালিকের।

তাঁর মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে লেখেন, 'শ্রী সাইরাস মিস্ত্রির অকাল মৃত্যু মর্মান্তিক। দক্ষ ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন তিনি। ভারতের অর্থনৈতিক দক্ষতায় বিশ্বাস করতেন। তাঁর মৃত্যু বাণিজ্য ও শিল্প জগতের জন্য বড় ক্ষতি। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি আমার সমবেদনা।'‌

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, '‌সাইরাস মিস্ত্রির এই মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। ঈশ্বর ওর পরিবারকে ওই শোক কাটিয়ে উঠতে শক্তি দিক।'


No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template