সমস্ত ভারতের খবর all India news

Thursday, 25 August 2022

এবার কলকাতা সংলগ্ন হাতিয়াড়ায় মিলল জাল নোটের কারখানার হদিশ।


 এবার কলকাতা সংলগ্ন হাতিয়াড়ায় মিলল জাল নোটের কারখানার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার টাকি হাউস বয়েজ স্কুলের কাছ থেকে চেঙ্গিস আলম ও আফজল আলি নামে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট।

এরপর গতকাল চেঙ্গিজকে নিয়ে তল্লাশি চালিয়ে ইকো পার্ক থানা এলাকার হাতিয়াড়ায় ভাড়াবাড়িতে জাল নোটের কারখানার হদিশ মেলে। বাজেয়াপ্ত করা হয় জাল নোট তৈরির সরঞ্জাম, রং, রাসায়নিক-সহ বিভিন্ন সামগ্রী।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template