সমস্ত ভারতের খবর all India news

Thursday, 6 April 2023

অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছেন তদন্তকারীরা! আদালতে চিঠি দিয়েছেন, জানিয়ে দিলেন কুন্তল


 তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছেন তদন্তকারীরা। এমনই অভিযোগ তুলে আইনজীবী মারফত আলিপুর আদালতের বিচারককে চিঠি দিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। 


বৃহস্পতিবার এই কথা তিনি নিজেই জানিয়েছেন। বৃহস্পতিবার এই কাণ্ডে ধৃত তাপস মণ্ডলকে আদালত চত্বরে প্রশ্ন করা হয়, ''কোনও প্রভাবশালীর নাম প্রকাশ্যে আনবেন?'' উত্তরে তাপস বলেন, 'ওর কাছেই নতুন নাম শুনুন।'সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, 'কার কথা বলছেন?' তাপস সংক্ষিপ্ত উত্তর দিয়ে বলেন, 'কুন্তল, কুন্তল।'


তাপস এই মন্তব্য করার কিছু সময় পরেই 'প্রভাবশালী'র নাম প্রকাশ্যে আনলেন কুন্তল।সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে আদালত চত্বরে কুন্তল বলেন, 'আগে যে বক্তব্য রেখেছিলাম, সেটাই লিখিত আকারে মহামান্য বিচারককে জানিয়েছি।''কার নাম বলার জন্য জোর দেওয়া হচ্ছে, এই প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য আমায় চাপ দেওয়া হচ্ছে।


 আদালতকে চিঠি দিয়ে সবটা জানিয়েছি।'অবশ্য কুন্তল আগেই দাবি করেছিলেন যে, 'প্রভাবশালী'দের নাম বলার জন্য তাঁর উপর চাপ দিচ্ছেন তদন্তকারীরা। তবে সেই সময় কোনও নাম উল্লেখ করেননি তিনি। বৃহস্পতিবার অভিষেকের নাম করলেন তিনি। তাঁর আইনজীবীও তদন্তকারীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন।


এর আগেও কুন্তল অভিষেকের দিকে ইঙ্গিত করে মন্তব্য করছেন। দাবি করেছেন, তাঁকে 'চাপ' দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রকাশ্যে এনেছেন নিয়োগ দুর্নীতিতে যুক্ত একাধিক ব্যক্তির নাম।


No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template