রেল মন্ত্রকের অধীনে থাকা সংস্থা আইআরসিটিসি এবার টাকা উপার্জন করতে যাত্রীদের যাবতীয় তথ্য বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে যাত্রীদের নাম পরিচয়, মোবাইল নম্বর, ইমেইল আইডি, ব্যাঙ্কের যাবতীয় তথ্যই বিক্রি করে দেওয়া হবে আইআরসিটিসির পোর্টাল থেকে। এই খবর প্রচার হতেই যাত্রীরা নানা প্রশ্ন, অভিযোগ করেছিলেন।
এবার সেই সমস্ত প্রশ্নেরই জবাব দিল আইআরসিটিসি। রেলের অধীনস্থ সংস্থার তরফে জানানো হয়েছে, এই খবর সম্পূর্ণ ভুয়ো। যাত্রীদের তথ্য বিক্রি করে ১ হাজার টাকা আদায় করার কোনও পরিকল্পনাই নেই আইআরসিটিসির।
আইআরসিটিসির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের তথ্য বিক্রি করে দেওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো। আইআরসিটিসি সংস্থা এমন কোনও কাজ করে না এবং পরবর্তী সময়েও এইধরনের কাজ করার কোনও পরিকল্পনা রাখে না।
আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং করার সময় গ্রাহকদের কোনও তথ্যও সংগ্রহ করে রাখে না নিজেদের সার্ভারে। গ্রাহকরা যখন অনলাইনে বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তখন তা সরাসরি ব্যাঙ্ক বা যে অ্যাপ থেকে পেমেন্ট করা হচ্ছে, তার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, যাত্রীরা বিশ্বাস করেই তাদের গোপনীয় তথ্য আইআরসিটিসির ওয়েবসাইটে দেয়। তাই সংস্থার তরফে এমন কোনও কাজ করা হবে না, যাতে যাত্রীদের বিশ্বাস ভঙ্গ হয়।
No comments:
Post a Comment