সমস্ত ভারতের খবর all India news

Saturday, 20 August 2022

মেঘ ভাঙা বৃষ্টি , ধসে বিপর্যস্ত হিমাচলে মৃত ১৫ , নিখোঁজ আরও আট জন


 প্রবল বর্ষণে হিমাচল প্রদেশে ধসের জেরে ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও আট জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। চলছে উদ্ধারকাজ। হিমাচলের মান্ডি জেলায় ধসের জেরে আরও আট জনের দেহ উদ্ধার করা হয়েছে।

 ভারী বৃষ্টির ফলে ফুঁসছে নদী। জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমাচল প্রদেশের কাংরা জেলার চাক্কি সেতু।

 প্রবল বৃষ্টিতে ওই রেলসেতুর তিনটি স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়। তার জেরেই ভেঙে পড়েছে সেতুটি।

 হিমাচলের ধরমশালায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে ওই এলাকায় ধস নেমেছে। প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে মান্ডি জেলায়। এলাকার বাড়িগুলিতে জল ঢুকে গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে দোকানগুলিও। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলির ক্ষতি হয়েছে।

 ভারী বৃষ্টির জেরে কাংরা, কুল্লু, মান্ডি জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার হিমাচলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কাংরা, চম্বা, বিলাসপুর, মান্ডি জেলায়।

 খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় ও পর্যটকদের নদী তীরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template