মোদি-দিদির সেটিং। বিস্ফোরক অভিযোগ করেছিল বামেরা। রাজ্যের দুই তৃণমূল নেতাকে সিবিআই গ্রেফতারের ঠিক পর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই বামেরা অভিযোগ করেছিল, মোদির সঙ্গে সেটিং করতেই মমতার এই বৈঠক।
রবিবার বামেদের পাল্টা দিলেন মমতা। তিনি জানিয়েছেন, রাজ্য়ের প্রাপ্য বকেয়া আদায়ের উদ্দেশ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। পর পর তিনদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল নেত্রী। তার পরই সেটিং-এর রব তুলে মমতাকে খোঁচা দিয়েছিল বামেরা।
এদিন প্রাক স্বাধীনতা দিবস অনুষ্ঠানে গিয়ে মমতা বলেন, আমি রাজ্যের প্রাপ্য আদায়ের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। এখানে সেটিং-এর কথা কোথা থেকে চলে এল! সিপিএমের সীতারাম ইয়েচুরি মোদির সঙ্গে দেখা গেলে সেটিং হয় না। কিন্তু আমি গেলেই সেটিং হয়েছে রটে যায়! আমি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম মেনেই দেখা করতে যাই। রাজ্যের প্রাপ্য টাকা আদায় করতে আমাকে দেখা করতে হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ১৬ অগাষ্ট খেলা হবে দিবস। ওই দিন থেকে শুরু হবে প্রতিবাদ দিবস। চায়ের দোকানে বসবেন। মানুষের বাড়িতে যাবেন। বিরক্ত করবেন না। কাল স্বাধীনতা দিবস করে আমরা লড়াই করবো। পরাধীন করে রেখেছে। রাস্তায় নামতে হবে। খেলা হতে দিবসে। খেলতে খেলতে মিছিল করুন। ট্রেড মিলে না হেটে ছুটির দিন বিকেলে মিছিল করবেন। সিপিএম কংগ্রেস বিজেপি ভাই ভাই দেশে এদের ঠাই নেই।
যদিও এদিন বামেদের থেকে বিজেপিকেই বেশি টার্গেট করেছিলেন মমতা। বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বলে দাবি করেন মমতা।
No comments:
Post a Comment