সমস্ত ভারতের খবর all India news

Saturday, 27 August 2022

মল থেকে মাদক উদ্ধার , এসএসকেএম বের করল হাফ কেজি কোকেন


 ব্রাজিলের এক যুবকের পাকস্থলী থেকে ৪৪টি মাদক-ক্যাপসুল মিলল। পাকস্থলীতে তা নিয়েই তিনি ভারতে এসেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। কলকাতা বিমানবন্দরে নামতেই তাঁর পেটে ব্যথা শুরু হয়। তখন তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আর সেখানেই ওই যুবকের মল থেকে ৪৪টি মাদক-ক্যাপসুল উদ্ধার করেছেন চিকিত্‍সকরা।

গোটা ঘটনা ফাঁস হয়ে যেতেই ক্যাপসুলের ভিতর থেকে হাফ কেজি ওজনের কোকেন উদ্ধার করেছে পুলিশ।

 ঠিক কী ঘটেছে কলকাতা বিমানবন্দরে?‌ সূত্রে খবর, কয়েকদিন আগে ব্রাজিল থেকে দুবাই হয়ে কলকাতা বিমানবন্দরে নামেন যুবক পাওলো সিজার পিনহেরিও বাস্তোস। ব্রাজিলের এই যুবককে বিমানবন্দর থেকেই গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কারণ তাঁদের এই যুবককে দেখে সন্দেহ হয়েছিল। কিন্তু তখনই এই যুবক পাওলো তাঁর পেটে ব্যথার কথা জানান। এই অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই সব রহস্য ফাঁস হয়ে যায়।

কী প্রশ্ন উঠতে শুরু করেছে?‌ তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, এই মাদক কলকাতায় কাকে পাচার করতে এসেছিলেন?‌ ব্রাজিলের যুবকের সঙ্গে কারা জড়িত?‌ আন্তর্জাতিক মাদক পাচার চক্রের মাথা কে?‌ যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি ওই যুবক। তাঁকে বারাসতের আদালতে পেশ করা হয়। এবার এই যুবককে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template