সমস্ত ভারতের খবর all India news

Sunday, 14 August 2022

ভাইরাল এমএমএস নিয়ে মুখ খুললেন অঞ্জলি অরোরা ! কাঁদতে কাঁদতে বললেন ,


 হাজারও আলোচনা-সমালোচনা  সহ্য করেও এতদিন ধরে চুপ ছিলেন তিনি। কিন্তু কথায় আছে, একদিন ধৈর্য্যের বাধ ভাঙে। অবশেষে নীরবতা ভেঙে ফাঁস হওয়া ভাইরাল এমএমএস  নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউতের 'লকড আপ' শো-এর অন্যতম প্রতিযোগী অঞ্জলি অরোরা।

সেই ভিডিওতে দেখা গিয়েছিল এক মধ্যবয়সী পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত এক তরুণী। সেই তরুণীর সঙ্গে হুবহু মুখের মিল রয়েছে অঞ্জলির। এরপরেই অঞ্জলির দিকে ধেয়ে আসে প্রশ্নবাণ। ওই ভাইরাল ভিডিওয় সত্যিই কি তিনি ছিলেন? এই প্রশ্ন আগে কয়েকবার করা হলেও এড়িয়ে গিয়েছিলেন অঞ্জলি। তবে এবার আর না। ক্যামেরার সামনে উত্তর দিতে গিয়ে কেঁদেই ফেলেন তিনি।

অঞ্জলি বলেন, 'আমি জানি না কেন আমার সঙ্গে এমনটা করা হল। আমি তো নেইও এই ভিডিওতে। কেন আমাকে এভাবে অন্যের ভিডিওর সঙ্গে জড়িয়ে ছোট করা হচ্ছে! ভিউ পাওয়ার জন্য লিখে দেওয়া হচ্ছে অঞ্জলি অরোরার এমএমএস। আমারও পরিবার আছে। তাঁদের নজরে সব কিছুই পড়ে।'

একইসঙ্গে অঞ্জলি দাবি করেন, এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। ইচ্ছাকৃতভাবে আমার মুখ কেটে সেখানে বসানো হয়েছে।' তবে এটাই প্রথম নয়, এর আগেও তাঁর সঙ্গে একি ঘটনা ঘটেছে। সে সময় তাঁর বাবা-মা, ভাই ও বন্ধুরা পাশে ছিলেন। সকলে মিলে সাইবার সেলে অভিযোগও দায়ের করেন। এবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এমনটা যেন আর না হয়, সেটাই চাইছেন অঞ্জলি।


No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template