সমস্ত ভারতের খবর all India news

Friday, 26 August 2022

এবার একটি কুকুরের সাহসিকতা রক্ষা করল তার মালিক ও পুরো পরিবারকে


 ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে চুরি-ডাকাতির ঘটনা থামার নামই নিচ্ছে না। এবার একটি কুকুরের সাহসিকতা রক্ষা করল তার মালিক ও পুরো পরিবারকে।

 কুকুর যে সবচেয়ে বিশ্বস্ত প্রাণী, সোমবার রাতে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের কুমহারপাড়ার একটি ঘটনায় তা আরও একবার প্রমাণিত হয়েছে। দুপুর ২ টায় যখন চারজন সশস্ত্র মুখোশধারী পঙ্কজ জোশীর বাড়িতে প্রবেশ করে এবং পঙ্কজ ও তার পরিবারকে আক্রমণ করে, তখন কুকুরটি তাদের সঙ্গে মারামারি করে যতক্ষণ না তারা পালিয়ে যায়।জানা যায় ডাকাতরা কিছু নিয়ে যেতে পারেনি ।

তথ্যমতে, পঙ্কজ জোশী খাবার খেয়ে পরিবারের সঙ্গে ঘুমাচ্ছিলেন। সেই সময় হঠাত্‍ পরিবারের ওপর হামলা চালায় ডাকাতরা। দরজায় আওয়াজ শুনে দরজা খোলার সঙ্গে সঙ্গে চারজন সশস্ত্র মুখোশধারী লোক তাদের ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে যায়। পঙ্কজ কিছু বুঝে উঠার আগেই ডাকাতরা তার ওপর হামলা চালায়।

 তা দেখে কুকুরটি ডাকাতদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে পঙ্কজের স্ত্রী ও ১১ বছরের মেয়েও জেগে উঠেছে। দুজনেই পঙ্কজকে বাঁচাতে ছুটে যায়। ডাকাতরা তাদেরও আক্রমণ করলেও কুকুরটি ডাকাতদের ওপর ঝাঁপিয়ে পড়তে থাকে। পরিবার ও কুকুরের সামান্য জখম লাগে তবে শেষ পর্যন্ত ডাকাতদের পালিয়ে যেতে হয়। এই হামলায় পঙ্কজ, তার স্ত্রী, মেয়ে ও কুকুরটি সামান্য আহত হয়েছে।

 মঙ্গলবার সকালে পঙ্কজ স্থানীয় গঞ্জ থানায় বিষয়টি জানান। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ডাকাতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সেখানে গিয়ে তদন্ত করে। পঙ্কজ দোতলায় থাকে, তার বাড়ির কাছে একটি স্তম্ভ আছে। ধারণা করা হচ্ছে ডাকাতরা নিশ্চয়ই পিলার থেকে উপরে উঠেছিল। আওয়াজ পেয়ে ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায়। সবার মুখে কাপড় বাঁধা ছিল।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template